রুবি রায়-এর কবিতা




স্পাইডার ম্যান:- 

চেয়ে দেখি সবুজটা অচেনা 
অন্য ধারায় বইছে বুনো ফুল

কোলাহলে বসতি বাটারস্কচ ফ্লেভার

আকাশ গায়ে মেখে শুয়ে আছি 
একটু একটু হারানো গন্ধ মহাপর্ব হয়ে
ঠোটে হামাগুড়ি দেয় 
আমি হারিয়ে গেছি-ই-ই
প্রতিধ্বনি সত্য সিদ্ধান্ত দিল 

যা থেকে পেন্ডুলাম রূপী
                                 যুদ্ধ
                                     শান্তি
                                    ভাগ

হাওয়া ঘন্টার আওয়াজ আর
ছইয়ের নীচে সাজানো রইল 

কলেজস্ট্রিট.... আমাদের রোমান্টিক কলকাতা

খাঁচাহীন টিয়াপাখিও যখন উড়ে যায়--
মনে রেখো তোমায় ছুঁয়ে আছে মহাশশ্মান 

যেখানে দশমী সন্ধ্যার জলোচ্ছ্বাসে 
স্নান করে ষষ্ঠইন্দ্রিয়

তার লাল রুমাল সরে গিয়ে
ভগ্নস্তূপে বিয়ে করে স্পাইডার ম্যান ।

Post a Comment

নবীনতর পূর্বতন