রিতা মিত্র




পারাপার

ক্ষত র উপর মলম লাগাও
যন্ত্রনার উপশম দিলে কই
ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে
অদ্ভুত এক অজুহাতে ছুটি নাও
ছুটির মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে
জীবন ক্যানভাসে আঁকা হয় শূন্যতার চেহারা
কাগজ ফুলে গন্ধ খুঁজতে খুঁজতে পেরিয়ে যাই মাইল ফলক
তবুও নয়ন সাগরে পারাপার করেনা কোনো যাত্রীবাহী নৌকো।  

Post a Comment

নবীনতর পূর্বতন