গোপাল বাইন





তিনি উনি 

তিনি বেশি কথা বলতে বারণ করেছেন
সেই থেকে একপ্রকার মৌনব্রতই নিয়েছি
বেশি কথা বললে নাকি স্বরযন্ত্র গুঁড়িয়ে দেবেন।

উনি চোখ খুলে রাখতে বলেছেন ঠিকই 
কিন্তু দিব্যচক্ষুর ব্যাপারে তাঁর কড়া   নিষেধাজ্ঞা,
উপরে উপরে শুধু দেখতে বলেছেন।

তিনি উনি চুপ করতে বলেছেন চুপ!চুপ!চুপ!
চুপ করে বসে থাকা যায় না,তবু
আমরা সব্বাই কেমন নিশ্চুপ হয়ে গেছি।

Post a Comment

নবীনতর পূর্বতন