বাদল ধারা-র কবিতা





আকাশগঙ্গার রাত্রি... 


~

আমার বিষণ্ণতা মহাকালের সমান ~ এবং 

                           নিঃসঙ্গ 

এবং আমি ~ আকাশগঙ্গার রাত্রি ~ দ্বিখণ্ডিত করে দিয়েছি
হে প্রিয় আর্তি ~ তুমি তোমার ~ হিজাব খুলে দেখো
তোমার বাম স্তনের নিচে ~ আমি লুকিয়ে রেখেছি 
কবিতার মতো মাতাল ~ মদিরা
এবং তোমার ডান স্তনের নিচে ~ সম্মোহন বিষ
যা তুমি ব্যবহার করো ~ প্রয়োজন মতো 

এবং তুমি জানতে চেয়েছো ~ এই মিষ্টি ~ তৈরির ইতিহাস 
এবং আমার ~ নিঃসঙ্গতার ~ গুপ্ত অধ্যায় 
এবং যা ক্রমাগত ~ সংক্রামক ~ সংক্রামক হয়ে উঠছে

~

কলংকরেখা...


~

আমার বিষদাঁত, তোমার ~ স্তনবোঁটায়

যে খুন, যে স্বাদ লেগে আছে ~ জিহ্বায়
যে অমৃত তৃষ্ণা, তৃষ্ণায় ~ যে তাল, মাতাল সুর
শুনে শুনে ~ মন আমার নিঃসঙ্গ পাখি

যে আঁচড়, যে দাগ, আমার বুকে ~ পিঠে
যে গোপন কামড় ~ আমার ঠোঁটে, দেহে
যে বিষ আমার হৃদয়ের ~ বাঁকে বাঁকে
যে তীব্রতা, শিহরণ ~ বিদ্যুৎ ঝংকার
যে তাড়না তীব্র, ভিতরে ~ বাহিরে
যে স্বাদ, বিষাদ ~ মাতাল, মাতাল সুর
শুনে শুনে ~ মন আমার ~ নিঃসঙ্গ পাখি

অস্তিত্বের সীমানা ~ অসীমে, মিলে যায়
অপার অসীমে ~ প্রেমে প্রেমে ~ বিরহ, বিরহে
পুড়ে পুড়ে, ভস্মরেখা ছাই ~ এই ঝোঁক বেঁকে যাওয়া
হাওয়ায় হাওয়ায়, মেঘে মেঘে রত্ন ~ তুমি নেই
নেই কোথাও, বা, আছ ~ এই ঝোঁক বেঁকে যাওয়া
অনন্ত আদি অন্তে ~ অনন্তে অনন্তে 
মূর্তে ও বিমূর্তে ~ নিরাকারে
মহাজাগতিক আকর্ষণ, বিকর্ষণে ~ নিরন্তর দূরে
দূরহীন দূরে, দূরত্বে দূরত্বে ~ তুমি নেই কিংবা আছ 
এই ঝোঁক বেঁকে যাওয়া ~ মেঘে মেঘে বজ্র, 

ও পাখি, ও কাতরতা ~ এই গ্রহ, ঐ নক্ষত্র 
কিংবা আকাশগঙ্গা ~ যেন নেশা, নেশা নেশা
নেশা ছোঁয়া ~ চোখ আমার, 

আমার কামনায়, রক্তকণিকায় ~ যে গুপ্ত জগৎ
যে কলংকরেখা ছুঁয়ে ছুঁয়ে ~ যে রস ও রসায়ন
যে স্রোত, জোয়ার ভাটা ~ যে টান তোমাতে
যে ইশারা, যে তরঙ্গ, ডাক ~ যে মাতাল সুর
শুনে শুনে ~ মন আমার ~ নিঃসঙ্গ পাখি

বিস্তারিত বিলম্ব আমার ~ তৃষ্ণার্ত যাপনে
অতীত লুকিয়ে আছে ~ অতল গর্ভে, বা, নেই
দৃশ্য নেই, দৃশ্যান্তর নেই ~ শূন্য মহাবিশ্ব

ঝুম ধরা ~ নিঝুম, নিঝুম ~ হুহু হুহু ~ নিবিড়, নির্জন

কোন ~ তাড়নায়, কেঁপে উঠলো মন
কোন তাড়নায় ~ কেঁপে উঠলো মন
কোন তাড়নায়, কেঁপে উঠলো ~ মন

~

প্রাণ রসায়ন... 


~

পাশে ~ শুয়ে আছে ~ রিমোট কন্ট্রোল প্রেমিকা 
দেয়ালে ঝুলে আছে ~ সহস্র শতাব্দীর ~ মৃত্যু ~ মৃত্যুগাথা
প্রাণ রসায়ন ~ বারবার ~ জেগে উঠতে চায়
কী কারণ ~ কী কারণে

নৈশ নৈঃশব্দের সুর ~ সুরে 
নিষিক্ত আঁধার ~ ডুবে আছে ~ খনিজ আঁধারে 
মহাজাগতিক ~ তাড়না ~ উন্মাতাল তাল ~ টলে ওঠে
তরঙ্গ নিয়ন্ত্রণ করে ~ দূরে ~ দূর নক্ষত্রের গ্রামে
আমার নিঃসঙ্গ বার্তা ~ কাকে ~ কাকে খুঁজে 

ফ্ল্যাশব্যাক ~ স্বর্ণমুদ্রার মতো ~ জ্বলে ওঠে
একজোড়া উন্মাদ ~ নূপুর 
আদিম মাতাল স্তন ~ স্তন লহরী 
কিছু নিবিড় ~ নিবিড়তা 
কিছু দাগ ~ কিছু নিস্তব্ধতা ~ নড়েচড়ে ওঠে

পোষা বাঘ ~ দুধের পাগল ~ মাতাল মাতাল শরীরে

6 মন্তব্যসমূহ

  1. চমৎকার কবিতা। প্রেম ও প্রান আছে!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনুপ্রাণিত হলাম
      অফুরন্ত ভালোবাসা ও
      নিরন্তর শুভ কামনা, ♥️

      মুছুন
  2. কবিতাগুলোর অন্তঃপ্রবাহ গতি দারুন। ভালো লাগলো

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন