প্রভাত চৌধুরী -এর কবিতা






ভুবনডাঙার জন্য 

ভুবনডাঙার জন্য কবিতা লিখতে বসলেই 
অনেকগুলি ডাঙা এসে উপস্থিত হয় 
একটাও জলাশয় কিংবা জলাভূমি নেই
জলাভূমি থাকলে সেখানে গুটিকয় সাদা বক 
ছেড়ে দিতাম, সেই বকগুলি যেসব সরলরেখা 
 সৃষ্টি করত , সেখানে কোনো স্থায়ী পদচিহ্ন 
পাওয়া যায় না , সবই অস্থায়ী , সবই ভঙ্গুর

আর জলাশয় থাকলে প্রথমে স্নান করার কথা 
না মৎস্যশিকারের তোড়জোড় -কে যুক্ত করব
ভুবনডাঙার সঙ্গে কোনোভাবেই সেসব যুক্ত করা 
সম্ভব হবে না 

অন্য কবিতার সঙ্গে এই কবিতাটির পার্থক্য হল
এই কবিতাটিতে ৩ বার ভুবনডাঙা শব্দটি ব্যবহৃত হচ্ছে , আর জলাশয় কিংবা বকগুলির কথা তো
অন্য যেকোনো কবিতাতেই থাকতে পারে

24 . 10 . 2021 ◇ 19 : 29




ক্লিক: রবিউল ইসলাম (মিরাট, উ:প্র: ভারত) 

Post a Comment

নবীনতর পূর্বতন