সুশীল হাটুই-এর কবিতা 







মেছোভূতের গল্পের চিকেন স্টু

১০ ফর্মার বৃষ্টি ১ ফর্মায় নেমে
এল। জানালাটির ইচ্ছে শ্রীতমা রূপসা দিব্যা
আর ওদের বন্ধুদের নাচ আরো দ্যাখার।

ওরা মেয়েবৃষ্টি।

সখী ভালোবাসা কারে কয়,
লাইনটি বাতাসে ভাসতে ভাসতে
কুহুধ্বনির কাছে এল। তখন ওর মুখে
ফুটে উঠল ৩ মাইল হাসি।

বললাম, ১ মিটারের বেশি হাসবি না,
তাহলে পিছনে ফোঁড়া মাথায় খুশকি আর
মুখে ব্রণ হতে পারে।

বিকেলবেলা দেখলাম,
রুমালের শ্বাসকষ্টের সঙ্গে গামছার মনখারাপ
যোগ হওয়ার পর, বোকা দুর্গন্ধ মস্তান
হয়ে উঠছে।

ইডিয়ট জানে না, আমার ঘরে ডিটারজেন্ট
আছে।

রাত্রি গাঢ় হতে শুরু করেছে,
তার ওপর লোডশেডিং। বন্ধুদের বললাম,
বাইরে যাবি না।

আমরা মেছোভূতের গল্পের
চিকেন স্টু খেতে খেতে রাত্রিকে এনজয়
করব...

Post a Comment

নবীনতর পূর্বতন