হোমআনন্দ মার্জিত আনন্দ মার্জিত ভুবনডাঙা 0 মন্তব্যসমূহ Facebook Twitter আনন্দ মার্জিত-এর কবিতাযেদিকে আমার চোখ যায় বাদাবন,শেয়ালকাঁটা ফণীমনসার দেওয়াল ডিঙিয়ে উঠোন জুড়ে গজিয়ে উঠেছে শুধু তৃনক্ষেত ।ঘাস ফুলের ভিতরে বিষধর আলকেউটের বিচরণ ভূমি ,এই অহল্যা মাটি আজ যেন তোমার হৃদয় নিষ্ফলা, সুরঞ্জনা, আমরাও মনে হয় এখানে ফুল নয় ফল নয় "শুধু ফলিয়াছে ঘাস"। আজ হরিণের মেদ নয়,খাও হে বাঘ কচি তৃনঘাস মাথা নত করে, আঢ়চোখে দেখে নাও আর কে আছে তৃন ভোজি তোমর সাথে ।আমি ঘাসের জঙ্গল ডিঙিয়ে চলে যেতে চাই,সম্মুখে যেদিকে আমার চোখ যায়,দাবানল বুকে নিয়ে । Tags আনন্দ মার্জিত কবিতা Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন