চিরঞ্জিৎ বৈরাগী-র কবিতা
কামিং সুন
একটু বিশ্রামের প্রয়োজনযাদের দরজায় গিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছে
কারণ সব কিনতে পাওয়া যায় না
আর তুমি এখন জীর্ণ পোশাকের কবলে
কারো কাছেই ফ্রিতে নেই নামী কোম্পানির ব্রান্ডেড মাল
সময় বড় কুলাঙ্গার
স্বার্থপর না হয়েও অসৎ হওয়া যায়
কিন্তু ব্লাড টেস্টের রিপোর্ট পজিটিভ
তাই নেগেটিভ অবম্বন একেবারেই অপছন্দের
লাইফ আছে, মিসটেক থাকবে
অলওয়েজ সিস্টেমে ভরসা রাখবেন;
এখানেই শেষ নয়
পে এন্ড গিভ , কামিং সুন!
একমাত্র আকাশ
জঞ্জাল আঁকড়ে ভালোবাসাবাসি
যদিও নতুন হওয়ার সেরা সময়
এক চিলতে সবুজের খোঁজে
বাঁচানোর মালিক সঙ্গে
সব রিক্স একলা চলো আগুনে
ঘুঘুর ডাক দুপুরের কান্নায় কিংবা হাওয়া অতীত
দূর কাছে আসে বা আসে না
কজন মন টানে!
একজন ভরসাও অভয় দেয়নি
একমাত্র উপায় আকাশ; টাটা গুড বাই!
জঞ্জাল আঁকড়ে ভালোবাসাবাসি
যদিও নতুন হওয়ার সেরা সময়
এক চিলতে সবুজের খোঁজে
বাঁচানোর মালিক সঙ্গে
সব রিক্স একলা চলো আগুনে
ঘুঘুর ডাক দুপুরের কান্নায় কিংবা হাওয়া অতীত
দূর কাছে আসে বা আসে না
কজন মন টানে!
একজন ভরসাও অভয় দেয়নি
একমাত্র উপায় আকাশ; টাটা গুড বাই!
একটি মন্তব্য পোস্ট করুন