নির্মলেন্দু কুণ্ডু-র কবিতা






পক্ষ

চারিদিকে রোশনাই,
দিকে দিকে উদঘোষিত আবাহন,
সবকিছুই একদম পিকচার-পারফেক্ট ৷

তবু প্রদীপের নিচে জমে থাকা কালির চেয়েও
ঘন হয়ে চক্ষুতলগত আঁধার,
কেউ কেউ করে চলে প্রাত্যহিক নরক-দর্শন,
কেউ হয়তো অন্ধকারের মধ্যে থেকেই তলিয়ে যায় নিঃসীমতায়...

পক্ষ আসে, পক্ষ যায়
শুধু হেরে চলে চিন্ময়ীরা...

Post a Comment

নবীনতর পূর্বতন