হারাধন চৌধুরী-র কবিতা
মৌলিক
সব ভালোকেই একান্ত নিজের মনে হয়
মন বলে, তারা এ হৃদয়েরই কোথাও ছিল
ঘন আঁধারের
ঘ্রাণে ভিজে ওঠে ওষ্ঠের
পানপাত্রে ঢেলে দ্যায় মস্তিষ্কের সুধা:
চলমান সময়ের স্রোতে মৌলিক কী?
বিষামৃত
পুরস্কার, তিরস্কার দুই পড়শি নিকটতম
তারা সম্পর্কে আদায়-কাঁচকলায় যদিও
আমার নিকটে সমান আদরণীয় তারা
আপনার কাছ থেকে কী পেলাম কবি?
জানতে চাইনি, জানি না ...
প্রাপ্ত বিষামৃত বিনা ওজরে পান করেছি
একটি মন্তব্য পোস্ট করুন