নীলোৎপল গুপ্ত-র কবিতা 







স্মৃতির এলাকা

সম্ভাব্য বায়ুর পথে উড়ে যায় অবুঝ হাঁসেরা
পাখায় শৈশব বাজে, ঠোঁটে ধরা গ্রীষ্মের ছুটি
এসেছে শরৎ হয়তো নদীতীরে জেগেছে কাশেরা
আলোয় সোনার বর্ণ রৌদ্রের ভিতরে ভ্রুকুটি। 

নৌকোগুলি ফিরে আসে ভাঙা-ঘুম রাত্রির থেকে
গোলুইয়ে ছলাৎ জল, জল ঘোরে কোথায় নিভৃতে
কত যে চুম্বন-দাগ শুয়ে আছে শৈবালে ঢেকে
অনিবার্য হল সব মুহূর্তের পরিপ্রেক্ষিতে। 

আমরাও একে একে ফিরে আসি নদীটির কাছে
নদীও সগৌরবে দুলে ওঠে দর্পণের প্রায়
কারা যেন দাবীপত্র ঝুলিয়ে দিয়েছে গাছে গাছে
অবলুপ্ত শরীরেরা মধ্যরাতে নিঃশ্বাস পাঠায়।

নিঃশ্বাস হাঁসের মতো নিঃশর্তে মেলে দেয় পাখা
উড়ন্ত হাঁসের নিচে পড়ে থাকে স্মৃতির এলাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন