বিপ্লব দত্ত-এর কবিতা





এসো সহজভাবে বলি। 


দেখেছি সময়কালীন 

            চানঘরে নীলিমা শরীর 

আমি নাবালক আর পাটবস্তা ফাঁকে চোখ 


প্রতিদিন 

ঘরবন্ধে নিজেকে দেখেছি কেন আমার শরীর নীলিমা নয় 


বয়ঃসন্ধি 

বুঝলাম নারী পুরুষের তারতম্য 

                            ভাসলাম 

যৌবন 

ঘর,সংসার যাবতীয় 


আজ হাঁটছি আবেগহীন 

টগর, শিউলি পড়ে থাকা অসংখ্য ফুল 

যাচ্ছি বিসর্জনে 

ভাসিয়ে দেব। ভাসিয়ে দেব সব কিছু 


নদীজল  

সচ্ছতা নিজেকে? 

যা.......যা, সব যা.......

ছুড়লাম সর্বাঙ্গ এক এক 

যাচ্ছে অনন্ত গভীরে 

মুক্ত হলাম 


ফিরছি দ্রুত 

দরজা বন্ধে ডিম্বাকৃতি আয়নার সামনে বস্ত্রহীন রূপ 

সব দিয়েছি? 

দু'পা ফাঁক করে কোমড়ে হাত দিয়ে দুলছি 


আহত 

নিষ্কর্মা অন্ডকোষ দুলছে পেন্ডুলামের মতো 

                             দেওয়া হলো না আর এ জীবনে 


Post a Comment

নবীনতর পূর্বতন