হোমকবিতা শর্মিষ্ঠা ঘোষ ভুবনডাঙা 2 মন্তব্যসমূহ Facebook Twitter শর্মিষ্ঠা ঘোষ-এর কবিতাআদমশিকড়ের খোঁজে মাটির নীচে।শতসহস্র নারীর আলিঙ্গনেনাড়িবন্ধন ছিঁড়ে বয়স বেড়ে প্রাপ্ত হই।ওদের আদর আদর আদর, ওপরে এসে দেখিপ্রতিটি বীজাধার আমার বীর্যরসে রসিক। Tags কবিতা শর্মিষ্ঠা ঘোষ Facebook Twitter
খুব সুন্দর
উত্তরমুছুনছোট্ট কিন্তু গভীর অর্থবহ। খুব ভাল লেগেছে।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন