শর্মিষ্ঠা ঘোষ-এর কবিতা






আদম

শিকড়ের খোঁজে মাটির নীচে।

শতসহস্র নারীর আলিঙ্গনে

নাড়িবন্ধন ছিঁড়ে বয়স বেড়ে প্রাপ্ত হই।

ওদের আদর আদর আদর, 

ওপরে এসে দেখি

প্রতিটি বীজাধার আমার বীর্যরসে রসিক।

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন