শান্তনু রায়চৌধুরী-র কবিতা
নবগোপাল ও অলৌকিক নৌকোর গল্প
গাছেদের ভিড়ে হারিয়ে গেলেই নবগোপাল শুনতে পেতো
লতাকণ্ঠী হোটিট্টি পাখিটা একাকীত্ব আঁকছেনপ্লেব্যাকে
লিপ দিচ্ছেনবাগতা হলুদ পাপড়ির আধোচেনা ফুল
বাইশে শ্রাবনের বরষাপিড়ীত এ্যাক কালিদাসী শ্লোকে
জলমগ্ন স্বপ্নে ভেসে চলেছে জারুলকাঠের নৌকো
ছই-এর ওপর খই ফোটাচ্ছেন কয়েকটা অলৌকিক পায়রা
নবগোপাল বলতো বন্ধু বাদবাকি জলরং কবিতায় আঁকো
জনৈক বৃদ্ধ মাঝির দুধ-সাদা ভুল হাওয়ায় উড়ছে
পাটাতনে গাদাগাদি করে হরিণ ময়াল শুকর শেয়ালেরা
পরমাদরে পরস্পরের গা চাঁটছে
কাঠকয়লায় আঁকা প্রলাপে এ্যাকটা মুখ বন্ধ গুহা
মশালের মায়াবী আলোয় নবগোপাল দেখেছে দেয়ালে ঝোলানো
তেলরং স্বপ্ন অতিকায় বাইসনকে তাড়া করছে কবীরের দোঁহা
স্বপ্নটাতে উঁকি দিতেই দেখলাম
সুরের ভেতর গলা সাধছেন অতিবৃদ্ধ ঈশ্বর
টেরাকোটা ঘোড়াটার কথা বিশ্বাস করতে না পেরে
খুব ভয়ে ভয়ে গায়ে চিমটি কাটলাম
জীবদ্দশায় যে স্বপ্নটা নবগোপাল
কখনো আঁকতে পারেনি
সুইসাইড নোটে তারই প্রতিকৃতিতে
মাল্যদান করলেন শ্রী শ্রী অলৌকিক কাহিনি
পচাগলা লাশ উদ্ধার হয়েছিলো
জনৈক দমবন্ধ কবিতাতে
একটি মন্তব্য পোস্ট করুন