কল্লোল বন্দ্যোপাধ্যায়-এর কবিতা





১১ই নভেম্বর রাত্রি।


একটি প্রণাম কতক্ষন পড়ে থাকবে ঘরে।

তোমার ঘর,তোমার দূয়ার পেরিয়ে
                  চলে যাচ্ছো তুমি...
একটি প্রণাম কতক্ষন পড়ে থাকতে পারে
জল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলা হবে।
কে মন্ত্র পড়ল? কে চাপালো তন্ডুল চুলায়?
মনে এল সবকাজে তুমি কত পরিপাটি ছিলে।
আজ এ মলিন তিল ভাসালাম তোমারই অন্নে
      হে কব্য কতদূর ভেসে যাবে তুমি?

কলসি ফাটিয়ে আমি একা একা ঘরে ফিরে
                                       এসেছি রাত্তিরে...




1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন