ছাব্বির আহম্মেদ-এর কবিতা
মুখ মন্ডলে কাদা ছিটানো
পৃথিবীর মুখ মন্ডলে কাদা ছিটানো
তবুও কারো মনে ভয় নেই
সাদা বকের সুর বড়ো বেমানান
গাছের ডালে একটিও ফুল ফোটেনি
উঁচু পাহাড়ের চূড়ায় ছাইগুলো ভাসছে
মাটির গা-বেয়ে ভালবাসার স্বাদ নেমে আসে
আর আমি ধাপে ধাপে এগোতে থাকি
রাস্তাটা এবড়ো খেবড়ো
হিংসার কাঁটাগুলো একে একে সাজানো
মানবতার গলিতে
সকলেই ঠুনকো জীবনের বাজি ধরেছে
তাই পাখির চোখে তাকিয়ে সারা দেশ
পোড়া মাংসের গন্ধে ম' ম' করে চারিদিক
চোখে মুখে কাদা মেখে বাঁশের সাঁকোর মতো দুলছে পৃথিবী
একটি মন্তব্য পোস্ট করুন