তিতাস বন্দ্যোপাধ্যায় -এর কবিতা 





সঙ্গমের উপকথায় 


সঙ্গমকালে যে পুরুষ স্তন নয়, 
ভালবেসেছিল চোখ-
তাকে ফেলে রেখে এসেছিলাম আরণ্যক উপকথায়।

পেশিবহুল দেবতা - অপদেবতার সঙ্গে যুদ্ধ করে,
 ও এখন ক্লান্ত... 
হাত ছড়িয়ে পড়েছে দু'পাশে। 
ফার্নের গুচ্ছ,
অর্কিডের লিকলিকে অথচ দৃঢ় শিকড় 
কে নিয়ে যাচ্ছে সম্ভাবনার কাছাকাছি। 

সঙ্গমকালে যে পুরুষ স্তন নয়,
ভালবেসেছিল গর্ভ-

ইঁটহীন দেওয়ালে তাকেই ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি-
প্রসবকালে,পাহারায়।

Post a Comment

নবীনতর পূর্বতন