মৌমিতা মিত্র-র কবিতা
আলোর সন্ধানে
ধরো নতুন উপহার পেয়েছি
একটা সরু বিছানা
সাদা চাদর পাতা
আর ওপরে সীমাহীন নিঃসঙ্গতা।
প্রশংসার প্রসঙ্গে এক নতুন বাগধারা
খোঁজ যদি, বলবো
প্রতিটা সকাল একেকটা মৃত্যুর সাক্ষী
আর বাকিটা প্রকৃতিস্থ থাকার প্রক্রিয়া
যেখানে শুধু ভুলে যেতে হয়
কতটা প্রাণ খোয়া গেছে কার।
খোলা জানলার ওপারে
দীর্ঘ সন্ধ্যায়
উড়ে গেছে নীল পাখি
যে ফিরে তাকালে
সাদা ফুলে ভরে যেত আমাদের বাগান।
এখন কেবল দিনভাঙার শব্দ
আর চোখের সামনে
একটা বিবর্ণ জাহাজ
মাস্তুলে জড়ানো কাপড়ে
পরাজয় আর অনিদ্রার ছাপ।
এখন কি আমরা ভাবতে পারি
এখানে বিষন্নতা প্রহরের হাত ধরে,
আর কালো মেঘের মাঝে অরণ্য
সবুজ আলোর সন্ধানে পথ হাঁটে?
সন্ধেবেলা
সন্ধে নামতে থাকলে এক ভয় কাজ করেবাসস্টপে ফেলে আসা মানুষগুলো
ঘরে ফিরে গেলে
সারারাত শীতের ধূসর বুকে
ক্লান্ত পথের ভাঙাচোরা দুটো প্রান্ত
চুপিসারে কাছে আসবে;
কোনোদিন সকালে চারপাশে যদি
শুধু জল থাকে?
শীতের সন্ধেগুলো নামতে দেখলে
একটা অস্বস্তি কাজ করে
বিশ্বাস করা যায় না জেনে যে হলুদ পাতা
প্রজাপতির ডানার রঙ মেখে ঝরে পড়েছে
শীতের বিকেলে পথচারী
তার অস্থায়ী ঠিকানায় পথ ভুল করে
যদি তাদের ছুঁয়ে দিতে চায়
গোপনীয়তা পরিত্যক্ত হবে।
পরিচয় প্রকাশ পেলে মুছে যাবে সব আদর;
তখন শুধু পাতা ঝরার শব্দ থেকে যাবে।
নিভে আসা আলো দেখলে মনে হয়
দূ্রে আমার পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে থাকা সব বটগাছ
ছোট হতে হতে হারিয়ে গেলে
ল্যাম্পপোস্টের সাদা আলো না পেয়ে
সবুজের খেতে হারিয়ে যাওয়া মানুষগুলো
সকালের হাত ধরে
মাটির ঘরে ফিরবে না
আর শ্যাওলা ভাঙা লাল মাটি
রক্তাক্তই থেকে যাবে!
একটি মন্তব্য পোস্ট করুন