রুদ্র কিংশুক 





চিহ্ন 

১.
 অঘ্রানের বিকেল 
 তিতির পাখির ছানা
  থমকে যাওয়া পথ।
  
  ২.
  
 টিলার হাওয়া
  অবিন্যস্ত চুল 
  কাকতাড়ুয়ার মাথা।
  
  ৩.
   ঘোড়ার পিঠে চাঁদ 
   মালপাহাড়িয়া মেয়ে 
   তীরবিদ্ধ পাখি।
   
৪.
কার্তিকের সকাল
 দিনারশাহি পীর
  কাঁধভর্তি চড়াই।
  
৫.
 চৈত্র মাসের কুয়ো
  তালপাতার বাঁশি 
  জলে কাঁঠালপাতা।
  
৬.
হেলেপড়া দেওয়াল 
চেরিগাছে ফুল
 দোয়েলপাখির শিস।
 
৭.
 গমক্ষেতের আলো
 কাকতাড়ুয়ার মাথায় 
 চন্দ্রাহত ছায়া।
 
 ৮.
 বজ্রাহত তালগাছ 
 ভয়
  নিচে পিঁপড়ে ভয়ডরহীন। 
  
৯.
বারান্দার কোনে 
ভাঙ্গা তালা 
চাবি হারানোর দুঃখ।

১০.
 পেরেকের গলায় চাবি 
 জং-ধরা
  তালাটি নিখোঁজ।
  
  ১১.
 পাতাঝরা ফাগুনবউ
  হলুদ ঢেউ-হাসি 
  বিদূষক রাতদিন।
  
  ১২.
  ফুলেল  সেয়াকুলের ঝোঁপ
  হরিয়ালের ঝাঁক
  কাঁধের ওপর জলপ্রপাত।
  
১৩.
 বাঁশবাগানে আলো 
 কুহুর প্রতিধ্বনি
ধ্যানমগ্ন ভোঁদড়।

১৪.
গড়জঙ্গলেরর পথে
 আমি,  আমার ছায়া
  রোদের কাটাকুটি।
  
১৫.
 এঁদো পুকুর 
 চাঁদের আলোর ঝালর
  দিবাস্বপ্নে জেগে-ওঠা পাখি।
  
১৬.
 করজনা গাঁয়ের দিঘি
  কালুশাহের মাজার
   তীর্থপথিক পাখি।
   
   ১৭.
   শ্যাওলারঙিন পাথর 
   হাওয়ার দোলে ফুল
    হাতছড়ানো কাকতাড়ুয়ার ছায়া।
    
১৮.
মায়াসেতুর ওপর 
বাদল দিনের বিকেল
 বন্ধু বলতে কেবল নিজের ছায়া।
 
১৯.
 পেতলহাঁড়ির ভেতর আঁধার
 জমানো লাউ কুমড়োর বীজ
  আধো-জাগা আলো ।
  
২০.
বুড়ো কাকতাড়ুয়ার কাঁধে
 নীলকন্ঠ পাখি
 উথালপাতাল সমুদ্দুর।

Post a Comment

নবীনতর পূর্বতন