হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা 
বিন্দু 
একদিন তোমাকেও 
স্টেশনে নিয়ে আসবো 
পাশাপাশি বসবো
তোমার সিমেন্টের বারান্দা 
আমার মাটির দুয়ার
ট্রেন এলে 
তোমারটা এলিয়ে যাবে 
আমারটা ঝুঁকে পড়বে 
ট্রেন এসব কিছুই দেখবে না
ঝগড়ায় ডুবে যেতে যেতে 
আমরা দেখব
ট্রেন দুয়ার বারান্দা ছাড়িয়ে বিন্দু । 
হাত
সবকিছুর আগে 
আমাদের হাত
হাজার রঙিন কাপড়ে
আমরা
হাড় মাংসে মুখোশ লাগাই
কিন্তু ততক্ষণে 
হাত দরজা খুলে 
চৌকাঠ পার হয়ে 
উঠোনে দাঁড়িয়ে সবকিছু বলে দিয়েছে। 
মাঠ বল পা 
চোখ ঠোঁট কথা  ------- 
সব বলে দেয়
তুমি মাঠে নেমে পড়েছো
তুমি শুনেছো
মাঠে নেমেই 
পায়ে পায়ে বল নিতে নেই 
তুমি জানো
মাঠ বল পা ------
সব এক পরিবারের 
তবু 
তুমি মাঠের বাইরে 
অস্থির পায়ে বল দেখে যাচ্ছো । 
  
একটি মন্তব্য পোস্ট করুন