মারুফুল আলম-এর কবিতা



ইস্পাতের পাখি

কুটুম্বিতা হলো ঢের মেঘেদের সাথে
মৃত্তিকা মাতার প্রাণ—ত্যাগিতেছে দেহ?ক্রমাগত সরিতেছে দূরে... সচকিত চক্রে-চক্রে সুতীব্র ঘূর্ণনে সুনিপুণ উড়িতেছে অতিকায় ইস্পাতের পাখি!



এক ধরনের সংবেদ

ভূমিহীন কৃষকেরা গলিত লাভার
দ্রোহে হেঁটে আসে নগরীর পথে।

আজানু পোশাকে ঢাকি শৃগাল শরীর!
যাবো।
            যেতে হবে।
                             পালাবো কোথায়?

ধ্বংসের কিনারে বসে নিরো কি ভেবেছে
এমন?আহা কী ভীষণ ভাদরে

বেজে ওঠে  বোধের বাঁশরী!

Post a Comment

নবীনতর পূর্বতন