রিতা মিত্র-এর কবিতা 




মন বেড়াল

কারণে অকারণে ধেয়ে আসে কটাক্ষের বাণ
ক্রমশঃ ফনিমনশায় পরিনত হয়ে উঠছি
যদিও ভেতরে ভেতরে রক্তক্ষরণ চলতেই থাকে
শীতল ঘেরাটোপে সুখের সংসার ছিল
কেন যে জ্বলে পুড়ে ছাই হল বাতাস
তাচ্ছিল্য সরিয়ে পথ হাটি তবুও
মেঘের আড়ালে গুড় গুড় শব্দ
কান পেতে শুনি দূর বহুদূর নদীর কলকল গান
তাই আজকাল মন বেড়াল কে হালুম বলা শেখাচ্ছি। 

 

Post a Comment

নবীনতর পূর্বতন