বেনজির সুলতানা-এর কবিতা 





কঙ্কালের ছবি

আত্ম ত্যাগ নিংড়ানো রসে স্নান করেছিলাম
শুধু এক টুকরো সুখ খুঁজে নিতে পারবো বলে
কিজানি কোন পথে চলছি আমি
বাস্তবতার উইয়ের ঢিবি তে ভাঙন দেখা যাচ্ছে 
এদিকে আমি শরতের মেঘ কেটে  সিড়ি বানানোর যে পরিকল্পনা করেছিলাম 
বর্ষা এসে সমস্ত কিছু ধুয়ে দিল
খোলা খামে ভরা পুরনো স্মৃতি গুলো জোয়ার ভাটা হয়ে তোলপাড় করছে
দিন গুলো নাকি সূর্যের প্রথম আলোর মত মসৃণ হওয়ার কথা ছিল
কিন্তু ক্যালেন্ডারের পাতা বলছে অন্যকথা
বিস্মিত কালো কোকিলের ঠোঁটে কর্কশ চুমু
এক বিন্দু ধূলিকণার স্মৃতিশক্তিতেও আমি স্পষ্ট সত্যবাদী মানুষ
তবে সত্যতা নিয়ে দু চারটে কবিতা লেখা গেলেও সুখের বাঁশি তে হয়তো সুর ওঠা কঠিন
তাই আমি এবার ঠিক করেছি তেপান্তরের মাঠে নিজের কঙ্কালের ছবি তুলতে যাবো


Post a Comment

নবীনতর পূর্বতন