সমরেন্দ্র রায়

ছররা খবর


১) 
যে আকাশের খোঁজে যারা যারা ছুটে চলেছে 
সে আকাশ এখন কোনো এক প্রান্তে জিড়িয়ে নিচ্ছে অবশেষ ।

2) 
অনেকেই এ মাটিকে লাথি মারে, এ যেন অবোধ শরীর। তাদের ফেরার পথ নেই | 
বেছে নেয় আবহমণ্ডল, মৌন নির্বান।

৩) 
যে দিকে তাকাই শাখা প্রশাখা জুড়ে শুধুই হাহাকার 
যেটুকুু ছায়াভূমি আছে, সেখানে বৃক্ষপুঞ্জ দলে
খেলা করে উদ্দম-করাত ।

৪) 
আমাদের স্বপ্নরা মৃদুমন্দ। নদী ঢেউ-এর তালে 
ঝিমিয়ে চলেছে অনির্দিষ্ট প্রলাপ। 
হঠাৎ হঠাৎ 'সুনামি' আসে। ভেঙে দেয় শিশু জেব্রা ক্রসিং।

৫) 
খবর পেয়েছ কী? তুমি অন্তর্লীন।
শুধু অভিমান ছুড়ে দাও|

৬) 
বাতাস বহে, যেন এ এলোচুল । চেহারা দেখেনি মুখোশ।
বিস্ফারে চেয়ে আছে মায়াতরুদল ।

৭) 
ও দিকে যেয়োনা; ছিটিয়ে আছে ধৃত- কঙ্কাল । 
ছায়া - আলো - রেখাপথ । ওৎ পেতে আছে পুরোনোভিটে।

৮) 
জীবন খোয়ানা নিশাঘাত। আজও নীলফুল ফোটে। 
ভিতরে ঝাঁঝালো বিষ।

৯) 
জানালারা পর্দানসীন। কন্দরে কাঠ পোকা ভিড় । কুরে খায়। ধরনীকাল।

১০) 
এখনও ফুরোয়নি চেতনভূমি । যদিও পড়ন্ত বিকেল।  
চেয়ে আছে বিহ্বল অবলম্বন ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন