হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা 





জল পড়া



জল পড়ার মতো একটা কঠিন কাজ
এই জীবনে করে উঠতে পারলেই
আমি চৌকাঠ পার হয়ে যেতে পারব

খোলা আকাশের নীচে একটাই শুধু গান
জল হাতে, পায়ে জল নিয়ে 
ছাপ ফেলে যেতে পারি যদি 
হাতে হাতে মিশে যাবে 
সব জল এক হয়ে ভেঙে যাবে বাঁধ। 





নীচু মাথা 




আমার কবিতায় 

যত গাছ নদী আলো হাওয়া মাটি এসেছে 

সব বাবা মায়ের নিজের হাতের তৈরি 


সারাদিনে একবার স্মরণ করলেই 

মাথাটা অনেকখানি নীচু হয়ে যায় 


আর

নীচু মাথাতেই তো ভালো করে মাটি দেখা যায় । 










1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন