বিশ্বজিৎ দাসের কবিতা





সংলাপ


১.
মানুষ-সাপের কাছে
মুখোমুখি বসি, অর্ধেক মানুষ আর
অর্ধেক বিষের থলি; স্বপ্নের আহার?

মোহভঙ্গ হয় রাতে
অতীত পাখির ঘুমে এসেছে আলাপ
নাটকের টুপি জানে বিমূর্ত সংলাপ

কেন জানি প্রতিহিংসা,
ঈর্ষার সহজ ঝুল লেগে থাকে মনে
আহত মেঘের বুকে প্রয়াত যাপনে...

২.
সেই গল্প বলি শোনো
আসক্তি শরীর থেকে সুন্দর ভুলের
এতটা পথের মাঝে সাজাই মেহের

আলেখ্য সাপের টোপ
মরমীয়া হোক,
সমস্ত জীবন জুড়ে পরিমিত শোক!

লিখে রাখে কোন্ আদমের প্রস্তাবক?

Post a Comment

নবীনতর পূর্বতন