আমিনা তাবাসসুম-এর কবিতা




১.
কর্ণিয়ায় উদাসীনতা দেখে 


ভীষণ রকম যন্ত্রণা বুকে নিয়ে তোমায় আগলে রাখি
জানোই তো প্রিয়তম! আটকানো আমার স্বভাব নয়
একটা কাক ডাকছে অনেকক্ষন
কী করে বোঝাবো মন কেমন আসলে কাঁচা লঙ্কার মতো
সেখানে কোনো অনুরাগ ছুঁতে পারে না ভালোবাসার কার্নিশ।
তোমার কর্ণিয়ার মাঝে ভীষণ উদাসীনতা দেখে
কষ্ট কিনতে চাই নিজের কাছেই।
হে ঈশ্বর! দোষারোপের মিছিল পিছিয়ে আনে আমার সমস্ত সত্ত্বা
শান্তি দাও এই ধূসর মরুভূমির প্রান্তরে
এই ভরা শূন্যতা শ্বাসনালী চেপে ধরে
জীবনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত
আসলে জান্নাতী খুশবু তোমায় বিচলিত করে না আর
পোকায় খাওয়া সুখের শরীর এখন বিধ্বস্ত খুব
তার রন্ধ্রে রন্ধ্রে বিষ দিও না মিথ্যে সংসারে
বরং শক্তি নেমে আসুক--
সহ্যের সমস্ত পর্যায় আমি অতিক্রম করতে চাই।





২.
জীবনের নবীন আলোয়


একটা ভেসে আসা মেঘের ডানায় তুমি উঁকি দাও বারবার
চুমুকে চুমুকে তোমার ভালোবাসা নিঃশেষ করি দ্রুতগতিতে
এই বুঝি হারিয়ে যাও, এই বুঝি উড়ে যাও দূরে
বুকের আদর খুঁজে রেখে দিই গভীর আদরে।
হ্যাঁ প্রিয়! হৃদয়ের জিতে নেওয়া বাজি
এখন তোমার প্রেমে, মুগ্ধতা। মুগ্ধতা নিঃসীম
ওই দেখো দূরে ওঠে সুর বেজে বেজে
চৈত্রের অভিমানী ভাষা ব্যথা ছেড়ে ভালোবাসা খোঁজে
একটা শীতল স্রোত নিয়ে আসা তোমার বারতা
ভালোবাসা, ভালোবাসা প্রিয়ে! জীবনের নবীন আলোয়
মৃত কফিন থেকে সুখ খোঁজে চাঁদের আদরের মতো
একটা আকাশ ছোঁয়া অন্ধকারের কালো ছায়া।

পাহাড়ের চূড়া থেকে ডাক দেয় প্রেম অবিরাম
রাস্তা পেরোনো মানেই পুষে রাখা তোমারই নাম
চুক্তি এখন জানে, তুমি তুমি তুমি হৃদয়ে
বাঁচার উপায় ভুলে তুলে নিই তোমাকেই গলে।





৩.
লাভার স্পর্শে 


শীতল স্রোতে শরীর বেয়ে তুমি ডাকছ
একটা ঘাস ফড়িং এর মতো সবুজ প্রেমে
ভেসে যাচ্ছে তোমার আমার সংসার।
প্রিয়তম! এখন ঠোঁটের ওপর ঠোঁট ছুঁইয়ে আছে সময়ের আত্মা
তাই তিরতির করে কাঁপছে বসন্তের প্রেম।
তোমার উষ্ণ আদরে ভেসে যাচ্ছে কারাকোরাম থেকে কন্যাকুমারী।
ওহ প্রিয়! লাভার স্পর্শ এখন উড়ন্ত পাখি!
ধকধক করতে থাকা হৃৎপিন্ডে ডানা লাগাও
সামনের ভরা সমুদ্র থেকে ছিনিয়ে নাও আবেগের গর্ভ।
চাঁদের গায়ে গায়ে এখনও ভালোবাসা লেগে আছে
তাই তো বিষাদের ঘর বন্ধ ডার্লিং।
চকমকির যাবতীয় সুখ গেঁথে নাও প্রেমের মিছিলে।
শরীরের সমস্ত চেতনায় এখন শুধুই তুমি নামের স্লোগান
ঘৃণা জানে না কাছে থাকার মিথ্যে অবক্ষয়
তাই এসো আমার অধীশ্বর, এ হৃদয় তোমার জন্য।

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন