মধুরিমা দাস
ব্লাঙ্কা লোপেজ মেদিনা -র কবিতা (আর্জেন্টিনা)
আমার অনুভব
ভাষান্তর- মধুরিমা দাস
চারিপাশ থেকে আমি আবেষ্টিত, ঠিক যেন একটি দ্বীপের ন্যায়, যেমন সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে নিঃসঙ্গ এক প্রস্তরখন্ড জোয়ারের জল স্ফীত হয়ে ওঠে উত্থিত হয় হতেই থাকে যতক্ষণ না প্রস্তর থন্ডকে সে সম্পূর্ণরূপে আবৃত করছে অধোদেশ ক্ষয়প্রাপ্ত হয় এবং জল অনুপ্রবেশ করে। চারিদিক দিয়ে শিলাখন্ডটিকে সে আবিষ্ট করে আলিঙ্গন করে উপরে, নীচে, সবদিক থেকে
আমি তোমার উপস্থিতি অনুভব করি যা ঘিরে রাখে আমাকে, সিক্ত করে, পরিপূর্ণতা দেয় | যা আমাকে তোমার বাহুদ্বয়ের আন্দোলনের শীর্ষে নিয়ে যায়, আদরে মুড়ে রাখে, আমাকে ভালোবাসে
আমি আটকে থাকি তোমার প্রতি আর অনুভব করি তোমার ভালোবাসা
এবং সে আমাকে কিছু বলেনা এবং আমিও জানি না কিভাবে তাকে কিছু বলবো,
আমি শুধু অনুভব করি |
একটি মন্তব্য পোস্ট করুন