মলয় রায়চৌধুরীর কবিতা



কল্লা


গান গাইবেন না 
কল্লা নামিয়ে দেবে
সোনার মাছি খুন করেছি
বাজনা বাজাবেন না 
কল্লা নামিয়ে দেবে
তবুও তো পেঁচা জাগে
মূর্তি গড়বেন না
কল্লা নামিয়ে দেবে
আপনা মাংসে হরিণা বৈরী
কবিতা লিখবেন না
কল্লা নামিয়ে নেবে
আমার এক অংশে এক অবধূত আছে 
ছবি আঁকবেন না
কল্লা নামিয়ে দেবে
কবিতার আদিত্যবর্ণা মুত্রাশয়ে
পুরুষ ছাড়া বাইরে বেরোবেন না
কল্লা নামিয়ে দেবে
যাহা ছিল নিয়ে গেল সােনার তরী
দাড়ি কামাবেন না
কল্লা নামিয়ে দেবে
ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও
মদ খাবেন না
কল্লা নামিয়ে দেবে
দুগগার মা ক’টায় আসে
সাজগোজ করবেন না 
কল্লা নামিয়ে দেবে
স্বাধীনতা তুমি

Post a Comment

নবীনতর পূর্বতন