সুশীল হাটুই-য়ের কবিতা







কিচিরমিচিরধ্বনি



শালিকের মাথায় এক-বিন্দু
শিশির দেখে আমার পুরো শরীরটাই
বিষ্ময়চিহ্ন হয়ে গেল।

শালিকের মাথায় হিরের মুকুট,
আমার আঙুলগুলো চিৎকার করে উঠল,
বিশ্বসুন্দরী...

চোখ দুটো ফিশফিশ করে বলল,
তোমার মাথায় কে মুকুট পরালো
ভাত-শালিক?

ঠোঁট অধর-কে জিজ্ঞেস করছে,
ভাত-শালিক থাকলে মুড়ি-শালিক অথবা
চিড়ে-শালিক থাকবে না কেন?

গো-শালিক গোবর দেখে কত্থক নাচে,
ভাত-শালিক ভাতের গন্ধে দেবী অন্নপূর্ণা-কে
দেখতে পায়,
গাঙ-শালিক নদীর নৌকো ভালোবাসে,
বামন-শালিক বামন-অবতারের শিষ্য,
কাঠ-শালিক কাঠ-চাঁপা-কে গান শোনায়,

এ-সব জানার পর-ও দেখি,
ধানগাছগুলি তার কিশোরী মেয়েকে শালিকের
চোখ থেকে আড়াল করে রাখছে।

কিন্তু কেন?
উত্তর কি কিচিরমিচিরধ্বনিতে লেখা আছে?

Post a Comment

নবীনতর পূর্বতন