ছাব্বির আহম্মেদ -র কবিতা




পিছন দিকটা বড়ো ফাঁকা


কষ্টগুলো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি
তাই সামনে দাঁড়িয়ে থাকা মস্ত আয়না
তোমার মুখ ভাসিয়ে তোলে
আর দুপাশে হায়েনার হুংকার তীব্র বেগে আবার ফিরে আসে
তবুও শক্ত হাতে সাহস দেওয়ার মতো কেউ নেই

এখন কবিতায় যদি সমস্ত দুঃখ ঝরিয়ে দিই 
তবে সুখের মর্যাদা একেবারে জিরো
কারন সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এটাই যথেষ্ট

দুঃখের দাম এখনই বলছি না
আর তুমি ভাবছো এগুলো সব ঝরেপড়া শিউলি ফুল 
অবশ্য ফুল নেওয়া আগে পবিত্র হওয়া জরুরী



Post a Comment

নবীনতর পূর্বতন