হেমন্ত সরখেল-এর কবিতা




ঋণ
                     
আরো একবার
রং মেখে নিই মিথ্যে মিথ্যে।

খুঁজে দেখে নিই শরীরী মথস্পর্শ
মিঠে কড়া কল্পনার চরিত্রে লাবডুব,
এ সমগ্র জীবন।

রেণু মাখা দুঃস্বপ্নের জানালা
ধূসর আকাশের পেট
জন্মের মুহূর্তে খ্যাত নষ্টচন্দ্র
এমনটা হলে,যেন আর কোনোদিন
প্রেয়সী শব কাঁধে নিয়ে
প্রেম নিজের সামনে না দাঁড়ায়।

এভাবে বাঁচতে সকলের কষ্ট হয়,খোলস খুলে।
অপরিশোধ্য ঋণের আউরে যাওয়া সমস্ত নগ্ন ব্যাসবাক্য
তবু প্রলাপ প্রেম অমর।

এভাবে যেন কাউকেই আর কলুষিত না হতে হয়
খোসা ছাড়ার পর বাঁচতে খুব কষ্ট হয়।
             

Post a Comment

নবীনতর পূর্বতন