মৌমিতা মিত্র-এর কবিতা





সন্ধেবেলা

সন্ধে নামতে থাকলে এক ভয় কাজ করে

বাসস্টপে ফেলে আসা মানুষগুলো
ঘরে ফিরে গেলে
সারারাত শীতের ধূসর বুকে
ক্লান্ত পথের ভাঙাচোরা দুটো প্রান্ত
চুপিসারে কাছে আসবে;
কোনোদিন সকালে চারপাশে যদি 
শুধু জল থাকে?

শীতের সন্ধেগুলো নামতে দেখলে
একটা অস্বস্তি কাজ করে

বিশ্বাস করা যায় না জেনে যে হলুদ পাতা
প্রজাপতির ডানার রঙ মেখে ঝরে পড়েছে
শীতের বিকেলে পথচারী
তার অস্থায়ী ঠিকানায় পথ ভুল করে
যদি তাদের ছুঁয়ে দিতে চায়
গোপনীয়তা পরিত‍্যক্ত হবে।
পরিচয় প্রকাশ পেলে মুছে যাবে সব আদর;
তখন শুধু পাতা ঝরার শব্দ থেকে যাবে।

নিভে আসা আলো দেখলে মনে হয়
দূ্রে আমার পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে থাকা সব বটগাছ
ছোট হতে হতে হারিয়ে গেলে
ল‍্যাম্পপোস্টের সাদা আলো না পেয়ে
সবুজের খেতে হারিয়ে যাওয়া মানুষগুলো 
সকালের হাত ধরে 
মাটির ঘরে ফিরবে না
আর শ‍্যাওলা ভাঙা লাল মাটি
রক্তাক্তই থেকে যাবে!

Post a Comment

নবীনতর পূর্বতন