শুভ্রনীল চক্রবর্তীর কবিতা




আত্মার চরইবেতী উৎসব 


মিশে যাওয়ার আগে খেদ যতটা আলিঙ্গন করে
       মেঠো আত্মার সুনসান _____ 
পাহাড়ের ভোরে জাকিয়ে বসেছে নিঃশব্দের কোলাহল - - - 
ভেদ করে অচিন পাখি সুরা এনে দেয় __ দ্রবনের উৎসবে 

চাতকের অবিরাম উপেক্ষায় জেগে ওঠে পৃথিবীর এক একটা বিপ্লব / সভ্যতা / চ• রৈ• বেতি ঔ•রস 

প্রতিটা পা ভিজে গিলে নুলিয়ারা কুড়িয়ে নেয় তাদের একরাশ কালবেলা 
গমের কারখানায় ক্লান্ত সাদা হয়ে ওঠে শ্রমিকের হাত 

সবকিছুর মাঝে এক একটা মুহূর্ত তৈরি হয় 
যাপন হয় আগামীর ইতিকথা 
এক একটা বিপ্লব 


Post a Comment

নবীনতর পূর্বতন