সুদীপ ঘোষালের কবিতা





স্পর্শলিপি

আমার  মনের কথা জীবনের  অর্থ জঙ্গলের পাশবালিশে ঢাকা
এক অসুস্থ গোলাপের ব্যর্থ সুগন্ধি ভালোবাসা
কত রঙীন স্বপ্ন পুকুরে ঢিল মারে
চক্রবলয়ে নিদারুণ ঢেউ জাগে পর 
পর  
তিরে শেষ হয় মত্ত মনের মাতাল সহবাস

কেউ কি আছো ওগো...
বুঝতে পারো অজানা স্বত্তা... 

কতখানি নিরূপায় হলে খোঁজে খড়কুটো

জেনেছি ঝরা পাতার সংকলনে, প্রেমের শুকনো ফুলে
বৈশাখি সংকেতের বিপ্লব,মুখ ফেরানো প্রজাপতির ডানার মত ছটফটানি  ভালোবাসা 
ভুষো কালির মত  ছায়ারূপে সফলতার তল

ব্যর্থ অর্থহীন যা কিছু, প্রেম খুঁজে বেড়ায়
একটু স্নেহময়ি স্তনের মত স্পর্শলিপি  খোঁজে
একটু আনন্দ একটু বিলাস একটু পায়ের উপর পা...

আর কিছু না... 
এ পৃথিবী ভরে রাখে সবটুকু ছাই, যাবতীয় অহংকার...


    

গ্যালারি
এবার ধ্রুবতারার আলোয়  অভিষিক্ত হই
        চিতাভস্ম মাখার আগে... 

সচেষ্ট সবুজের গ্যালারি জুড়ে

 সতেজ প্রাণ জ্বলুক...

বিস্তৃত আদিগন্ত মাটির বিছানায়
  জলকেলি বাদে 

মাটিমাখা হোক শরীরী আঘ্রাণ...

পাঁজাকোলা করে জ্যোৎস্নার মোহময় রাতকে তুলে 
আসঙ্গ লিপ্সায় ভরিয়ে তুলি জীবনের অতৃপ্ত ছৌ..

শোনো হে এবার 
         সকল অহং চূর্ণ হয়ে
মৃত শরীর হোক অমৃতময়...


         
অমৃতময়

ছেলেটি  তার বাজারের ব্যাগে ভরে নেয় ক্ষণিকের ভালোবাসা
 একমুঠো রোদমাখা খিদের সবুজ 
রক্তমাখা ঝোলানো বিষন্ন চিৎকারে সব্জি প্রেমিক ভাবুক হয়ে যায় 
আঁটি আঁটি দুরন্ত যৌবন
ওজন করা খেটে খাওয়ার ক্যালোরি
ভিটামিন প্রেম  , আবেগ, স্নেহ, মমতা  দিয়ে উপচে পরে থলে 

আর কিছু না 
বাঁচার রসদ আর যতকিছু মৃত উপাচার 
অমৃতময় মানব জীবন  প্রতিক্ষারত 
নিঃশব্দ মৃত্যুর প্রেমে... 
        
       
মানচিত্র

হৃদয়ে হৃদয় ছুঁয়ে ভালোবাসা আঁকো .... 

 মানচিত্রে বেজে  উঠুক
প্রেমবুক বাদকের সানাই সুর 
পোশাকের ঝলমলে নয়
শিশিরের সবুজে সাজুক দেশের সুদূর 

এত প্রেম,আকাশ, কবিতার পাতা 
মানচিত্রে জাগে আগুন  মনের আশা 

 শ্যামলা ছন্দে আছে  গুণ 

শস্যমুখর যত নিষিক্ত ঘুম...  

Post a Comment

নবীনতর পূর্বতন