সুবীর ঘোষের কবিতা





যুক্তি তক্ক গপ্প




শুধু ঝগড়া আর তর্ক ।

পদিপিসির সঙ্গে বাবুয়াদার ।

তালতলার পটলার সঙ্গে হেবো বাউরির বউয়ের ।

হাতকাটা দামুর সঙ্গে হাতাহাতি বোঁদে মালের ।

ফার্স্ট ইয়ারের টুসকির চুল ধরে টানে মোটরসাইকেল হিরো ।

পাড়াটা গোল্লায় ।

জুয়ো ক্রিকেট ঠেকঠাট্টা ।

আস্ত মুরগি ঝুলিয়ে যেতে যেতে খুলে যাওয়া লুঙ্গি ।

বাঁধতে বাঁধতেই মুরগির গা-ঢাকা ।

কলতলায় বেদগান ।

গুড়নাগরি পেটে সরিষার তৈল ।

কীসে খরচ হৈল সবাই দেখছে ।

রাধার স্নান ।  দেখছে কৃষ্ণ ।

বেলা এগারোটায় দাঁত মাজছে সিরিয়ালকাকু ।

টলিপাড়ার সিরিয়াল । ১০২ এপিসোড চলছে ।

ভাতের হোটেলের ফুটন্ত গন্ধে কুকুরের নিদ্রা জমে ভালো ।

পোস্টম্যান দুর্লভ । তাকে দেখে ভৌ ভৌ ।

না চিঠি নেই । মানি অর্ডার ? নাঃ ।

কমলদাকে বলব এবার ফুলিকে ঘরে নাও ।

পুঁই চচ্চড়ি ভালো করে ফুলি ।

মা হবার সুযোগ দাও ।

নাঃ । আহা আমার ভাষা ।

ভাষা ভেসে থাকো আমার জীবনে ।

প্রাণে মরণে ।

ঝগড়া ভেংচি যুক্তি তক্ক গপ্প জিন্দাবাদ ।

 

Post a Comment

নবীনতর পূর্বতন