সবর্ণা চট্টোপাধ্যায়ের  কবিতা





আবার বেঁচে উঠি
 


অনন্ত শূন্যতায় যে ছবি ভেসে আসে 
তাকে এক উৎস মনে হয়, আলোর!
ইচ্ছে করে রাগ
জমানো পাহাড়
অরুচি লেখায়, 
তবু কি ভুলতে পারি?
ভোলার চেয়েও বড়ো, এই শ্বাস
ক্রমাগত মনে করায়, গভীরে কত জল।
সে জল ছোঁয়ার আনন্দ অনেক
ঝরনার নির্জনতায় পা ডুবিয়ে বসা।
কতবার মুছে ফেলা
ফিরে ফিরে দেখা
যদি আচমকা উড়ে আসে সাদা পায়রারা
আচমকা ডানা ঝাপটায়
শিশিরের জলে ধুয়ে যায় গাল!
ধূসর শব্দেরা কেমন রঙিন হয়ে জ্বলে
ঝাড়বাতির শব্দ শুনি
অন্ধকারে, আলোর নেশা 
শিখার চারদিকে যেন রামধনু 
আবার বেঁচে উঠি, প্রথম বৃষ্টি দেখব বলে!

Post a Comment

নবীনতর পূর্বতন