রাজশ্রী বন্দ্যোপাধ্যায়-এর কবিতা





প্ল্যাটফর্ম ( সিরিজ )



১) 
প্রতিদিন আমরা বেঁচে থাকা উদযাপন করি
প্ল্যাটফর্মের গায়ে নম্বরগুলো বহু ঘটনার সাক্ষি 
কুলিদের কাঁধে জমে আছে সময়ের ক্ষত 
ট্রেন স্টেশন ছাড়লে সম্পর্কের ভেতর ধোঁয়া কুন্ডলী পাকাতে থাকে 
ফেরিওয়ালার ঝুড়িতে কতবার আমি দেশভাগের যন্ত্রণাকে ফেরি করতে দেখেছি 
প্রতিটা কামরার দেওয়ালে বিকলাঙ্গ জীবনের চিৎকার ক্ষুধার্ত মানুষের গোঙানি শুনেছি।



২) 
একটা গোটা জীবন পেরতে পেরভে
আমি হুইশেলের শব্দ শুনতে পাই বারবার 
প্ল্যাটফর্মের আনাচেকানাচে জমে থাকে দীর্ঘশ্বাস অসম সংগ্রাম
স্বপ্নগুলো কার্বনের মত জমে থাকে ওভারহেডের তারে
রেললাইন ধরে ট্রেনটা ছুটতে থাকলে
আমার ভেতরে ইহকাল আর পরকাল একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।



৩) 
গন্তব্যে পৌঁছাতে গিয়ে কতবার মৃত্যুর সঙ্গে ড্রিবল করেছি 
ওয়েস্ট বক্সে পড়ে থাকা উচ্ছিষ্ট থাবার খালি প্যাকেট দোমড়ান বোতল দেখে মৃত্যুর কথা মনে পড়ে যায় 
পৃথিবীর শেষ প্ল্যাটফর্ম থেকে ফিরে এসেছি আমি 
এখন আমি মৃত্যুর কাঁধে হাত রেখে পথ চলি 
এখন আমরা জিগরি দোস্ত।


Post a Comment

নবীনতর পূর্বতন