নীপবীথি ভৌমিকের কবিতা
আলো আর কিছু কথা
১)
দৃশ্যত হারিয়ে ফেলছি আলোকে, অন্ধকার খুঁজতে খুঁজতে আজ পৌঁছিয়ে গিয়েছি অচেনা কোনো রাস্তায়
আলো জ্বলছে চারিদিকে। ঝকঝকে পথ- ঘাট,
ভিড় করে আসা জ্যান্ত কোলাহল
বাতিগুলো নিভে গেলেও যেন আলো জ্বলে আরো
হাত ধরে এগিয়ে যায় কিছু কিছু
তুষার দিন
নিজেদের চেনে এরা খুব। তাই আলোকে
পায়ে মাড়িয়ে আলো খুঁজতে এগিয়ে যায়
আশ্চর্য ঠিকানায়।
২)
ভুলে গিয়েছি আজ ঢেউ গোণা
অন্তরীণ হয়ে আছে যে সকল কাজল- দিন, তারা দূরে গিয়েছে আজ
পর্যাপ্ত অভিনয়ের অভাবে
বেরিয়ে আসছে ক্রমশ মেঘলা জল
নুন আর সমুদ্র এ সময়ে কেউ আর কারোর পরিচিত নয়।
৩)
একটি রেখাকে যেভাবে ভাঙতে চেয়েছি, সেভাবেই কি ভেঙেছি বাস্তবে?
অজস্র আলোর টান, জ্যামিতিক বর্ণমালা...
প্রতিসরণের অঙ্কটা কি এতোটাই সহজ?
সরলরেখা বারবার হাত ছুঁয়ে বক্ররেখা হয়ে যায় , নিয়ম আর অনিয়মের চক্করে।
একটি মন্তব্য পোস্ট করুন