প্রভাত চৌধুরী-র কবিতা 





আমিনুলের জন্য এক কুড়ি + একটি তিন লাইন 

[] 17:09:21-এর রাত্রি ৮টায় শুরু করলাম।


ছাদনাতলাকে আমরা যারা ছায়ামণ্ডপ বলি
তাদের বিবাহ গানে
সামুদ্রিক আকাশ ছুটে আসে

হলুদ বর্ণটিকে খুব সহজেই  সংক্রমিত করা যায়
নীল ছোঁয়ালে সবুজ, লাল দিলে গোলাপি 
হলুদ শাড়ি পরে গোলাপবাগের দিকে কে হেঁটে যাচ্ছে 

বাজির দোকান থেকে অনেকটা দূরে বসবাস করেন
বাজিকর, ঠিক তেমনই যাদুঘরের সঙ্গে 
জাদুকরের কোনো কমন রান্নাঘর নেই

কোলাকুলি এবং ঝোলাঝুলির মধ্যে ধ্বনিগত মিল থাকলেও
কোলাকুলি শব্দটি থেকে আলিঙ্গন উঁকি মারে
আর ঝোলাঝুলির ভেতর আকাঙ্ক্ষা

আমাদের বর্তমান যাপন থেকে 'কেলিকুঞ্জ'
শব্দটি মুছে গ্যাছে, কিন্তু তার জন্য
কেলি এবং কুঞ্জ এখনো বিপন্ন হয়নি

বিষ্ণুর একটি নাম 'চক্রধর'
আবার সাপ-কেও চক্রধর বলা হয়
তুলনামূলক সাহিত্যে এনিয়ে আলোচনা হোক

আমাদের দেশের চাঁচি-কে এখানে বলা হয় ক্ষীর
অবনীন্দ্রনাথ যত সম্ভব সেই ক্ষীর দিয়েই 
তৈরি করেছিলেন ক্ষীরের পুতুল 

ছিটকে পড়া থেকে ছিটকানি 
দরজা-জানালা বন্ধ হয় ছিট-কানি দিয়ে 
মধ্যে থাকে একটি শক্তিশালী হাইফেন 

আমি বারান্দাকে অলিন্দ বলি, এরজন্য 
প্রণবেন্দ্র-র সাথে আমার কোনো বিরোধ নেই
আমরা উভয়েই সদর স্ট্রিট ব্যবহার করি, হাঁটার জন্য

১০
যে মঙ্গলঘটটি এখনো ভরা হয়নি
আসুন, এই ফাঁকে তারজন্য জল সংগ্রহে যাওয়া যাক
মনে রাখবেন, কাঠ নয় জল

১১
অনেকদিন ধরে জন্মান্ধ বেহালাবাদকের কথা
লিখে চলেছি, অথচ বেহালার সঙ্গে
অন্ধত্বের আত্মীয়তার কোনো সূত্র জানা নেই 

১২
আমি জাত্যভিমান নিয়ে গর্বে থাকি
কবিকুলে আমার জন্ম
এজন্যই আমার যাবতীয় অভিমান 

১৩
জাগরণ থেকে যে মেঘ উড়ে যায়
তারজন্য স্বপ্নরাজ্যে বৃষ্টি কিনা, জানি না
তাহলে কি অবিশ্বাস থেকেও কবিতা লেখা যায়

১৪
অপমান এই বিশেষ্যটির বাসগৃহের ভিতর
বসবাস করে একটি বিষধর সাপ
যার ফণার ভিতর থাকে হিংস্রতম আল্পনা 

১৫
আমার লেখার কলমটিকে জিয়নকাঠি বলতে পারেন
আমি মৃত শব্দগুলিতে প্রাণসঞ্চার করতে পারি
কলমে কী মন্ত্র আছে, তা কলমই জানে

[] 21:53-তে শেষ হল ১৫টি তিন লাইন। 
   

[] পরের দিন অর্থাৎ 18:09:21 সকাল 7:35

১৬
বিয়োগফলের ভিতর সবসময় বিষাদ মিশে থাকবে
এমনটা নয়, মাঝে মাঝে এমন বিয়োগফল দ্যাখা যায়
যার মাথায় থাকে সোনালি টুপি

১৭
বিশ্রামের নিজস্ব কোনো ঘর না থাকলেও
প্রতিটি প্লাটফর্মে আমাদের জন্য 
বিশ্রামঘর আছে

১৮
ভাঁড়ে সবসময় যে মা ভবানী বিরাজ করেন 
এমনটা নয়, আর এই ভাঁড়কে
খুঁজে পাবেন ভাণ্ডারে

১৯
ভালোবাসাকে কোনোভাবেই ভাজ্য বলা যাবে না
কারণ এটিকে বিভাজিত করা যায় না
আশ্চর্য, সব ভালোবাসার যোগফলগুলিও ভালোবাসা

২০
'মুমূর্ষু' শব্দটিকে মনে রাখার জন্য 
হস্র 'উ' কার, দীর্ঘ 'ঊ'কার, হস্র 'উ'কার
এভাবে মনে রাখতে হয়, আপনিও মনে রাখুন


[] সকাল ৮টার মধ্যে শেষ হয়ে গেল ৫টি তিন লাইন। আরো কয়েকটি লিখে রাখা যেতে পারে।

+
০১
বিকেল গড়িয়ে গেলেই সন্ধে
কিন্তু সন্ধেকে রাত্রি হবার জন্য
গাঢ় হতে হয়

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন