শীলা বিশ্বাস-এর কবিতা 




পাখি ও পতাকা


 

মন খারাপের জানালায় নিঃস্ব চাঁদের গোঙানি! যে বাতাস গুমখুন রাতের অন্ধকার পেরিয়ে আদিম তল্লাট খুলে দিচ্ছে তার তুমি কেউ নও। বোতলবন্দি যত ভাবনা জলে ভাসানোর আগে দেখে নাও কোন দিকে স্রোত। যে কথারা আশ্চর্য জানালার দিকে চলে যায় তাদেরও তুমি কেউ নয়। তারা তো বাহির জানে। রাস্তায় ছড়িয়ে আছে কাটা হাত। একদিন গাছে গাছে ঝুলে থাকা পতাকায় কাটা হাত লিখে ফেলবে স্বাধীনতার ইস্তাহার। এরপর দেখো একই ফ্রেমে পাখি ও পতাকা উড়বে… একই ফ্রেমে…


Post a Comment

নবীনতর পূর্বতন