সুশীল হাটুইয়ের কবিতা

চুনো-পুঁটি তারা


ছায়াপথের মাইলস্টোনগুলির রং লাল।
ব্ল্যাকহোলের মাইলস্টোনগুলির রং মেরুন।
কৃত্তিকা থেকে অরুন্ধতী যাবার পথে
মাইলস্টোনগুলি সবুজ।
আর্দ্রা থেকে রোহিণীর রাস্তার মাইলস্টোন বিষয়ে,
ওমর খৈয়াম তাঁর রুবাইয়াতে কিছুই লেখেননি,
হোমারের ওডিসিতেও কিছু লেখা নেই,
অ্যারিস্টটলের পোয়েটিকস-ও এ-বিষয়ে নীরব।
আমার তার জন্য দুঃখ নেই।
আজ একজন বেলুন-গার্ল বললেন,
পৃথিবী থেকে চাঁদে যাবার মাইলস্টোনগুলির
রং নীল।
তারপর থেকেই আমার মগজে জোয়ারভাটা
শুরু হয়ে গেছে।
চাঁদে নীলছবির শুটিং শুরু হলে কি
সন্ধ্যাতারা চাঁদের সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার
করবে?

ফুটনোট :

একজন বিপ্লবী তারা আমাকে মেল পাঠাল,
সন্ধ্যাতারা কিছুই করবে না। সে ক্যাপিটালিস্ট।
শুধু চুনো-পুঁটি তারা-রা ছায়াপথ অবরোধ
করবে। স্লোগান দেবে। আর নক্ষত্র-পুলিশের
গুলিতে শহিদ হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন