মন্দিরা ঘোষের কবিতা
দ্বিধা
১.
দূরত্বের ভিতর সমুদ্র আঁকছি
আর মনে মনে প্রমাদ
ভুল করেও মেনে নাও যদি!
২.
হ্যাঁ আর না এর মাঝে যা কিছু
তা যেন হ্যাঁ কে সজোরে চেপে
ওপরে শুধুই না না না!
৩.
চাইছি কিংবা চাইছি না
মাঝে দ্বিধার ঢেউ
ইচ্ছের বন্যা
সরিয়ে সরিয়ে শুকনো পরাচ্ছি
চোখের বালিতে
৪.
নিজেকে খুলে খুলে
মেলে দিচ্ছি এখানে সেখানে
কুড়িয়ে নিচ্ছে পাখি
কুড়িয়ে নিচ্ছে মেঘ
কুড়িয়ে নিচ্ছি আমি
৫.
আয়নায় নিজেই নিজেকে
কেটে, ছিঁড়ে,কুটি কুটি করে
বিষাদে চেটে নিচ্ছে কাচ
১.
দূরত্বের ভিতর সমুদ্র আঁকছি
আর মনে মনে প্রমাদ
ভুল করেও মেনে নাও যদি!
২.
হ্যাঁ আর না এর মাঝে যা কিছু
তা যেন হ্যাঁ কে সজোরে চেপে
ওপরে শুধুই না না না!
৩.
চাইছি কিংবা চাইছি না
মাঝে দ্বিধার ঢেউ
ইচ্ছের বন্যা
সরিয়ে সরিয়ে শুকনো পরাচ্ছি
চোখের বালিতে
৪.
নিজেকে খুলে খুলে
মেলে দিচ্ছি এখানে সেখানে
কুড়িয়ে নিচ্ছে পাখি
কুড়িয়ে নিচ্ছে মেঘ
কুড়িয়ে নিচ্ছি আমি
৫.
আয়নায় নিজেই নিজেকে
কেটে, ছিঁড়ে,কুটি কুটি করে
বিষাদে চেটে নিচ্ছে কাচ
একটি মন্তব্য পোস্ট করুন