নীলোৎপল গুপ্ত
শব্দানুসন্ধান
' সংগোপন ' বোলো না কখনও
আমি একটা অন্য শব্দ খুঁজছি
'কৌটো' কথাটা কি তোমার পছন্দ ?
শুধু 'কৌটো ' কথাটার অবশ্য কোনো
মানে নেই
যতক্ষণ না 'পরিমাপ' শব্দটা ওর সঙ্গে যুক্ত হচ্ছে
আমাদের সমস্ত চুম্বন কি ওর মধ্যে আঁটবে ?
নাকি আমরা 'মোমবাতি' শব্দটার দিকে
চলে যাবো ?
'মোমবাতি' শব্দটার পরে কি
'আয়ু' শব্দটা অনিবার্য ?
ব্যাপারটা খুবই ভঙ্গুর হয়ে গেল না ?
তবে কি 'জানলা' শব্দটা নিয়ে
ভাবা যেতে পারে, যার একদিকে ঘর
অন্যদিকে আকাশ ?
না থাক, তাহলে সীমা অসীম ইত্যাদি মিলে
বিষয়টা বড্ড বেশি রাবীন্দ্রিক হয়ে যাবে।
তারচেয়ে 'সাইকেল' শব্দটা ভালো।
যেখানে-সেখানে ঠেস দিয়ে রাখা যায়।
এদিক- ওদিক ইচ্ছে মতো চলেও যেতে পারো।
মাটি ছুঁয়ে চলে বলে কখনই
ধরা-ছোঁয়ার বাইরে চলে যায় না।
তাছাড়া ক্রিং ক্রিং একটা আওয়াজও আছে
অনেক ইঙ্গিত ইশারা ওর মধ্যে
ভরে দেওয়া যায়।
ওই তো কোচিং সেন্টারের দিকে
চলে যাচ্ছে সাইকেলটা
সবুজ বাড়িটার কাছে আসতেই
ক্রিং ক্রিং
এর কী অর্থ তা একমাত্র
বারান্দার পনিটেল জানে।
একটি মন্তব্য পোস্ট করুন