মৌমিতা পালের কবিতা

মওকা বুঝে

এসেন্সবুড়ি ফুটপাথে ঘুমোক
ভালোবাসা নিপাত যাক

দৃশ্যত কামাতুর রাতে দূরত্বে প্রেম
কাছে এলে অর্গাজম বাজে

বচ্ছরকার বেনো জলে প্রেমিকের নাটুকে প্রেমে 
সোনার ল্যাজ গড়ে প্রেমিকের প্রেমিকার মুখ

আয়নাকে অতিক্রম করতে করতে 
লম্বা চিঠি লিখেই দেব ,মনোটনি

প্রস্তুত হও প্রিয়তম ,প্লেটোকেও চিনে রাখো পারলে
সম্ভব হলে মেট্রোর মৃত লাশকেও,
সেও তো মানুষ ছিল
পায়রাদের মতো বেশি সঙ্গম করো না
শরীরে বা মনে
ভ্যাসেকটমি দরকার ছিল,
সাগরভস্মের পর টের পাওনি
 সুমধ্যমা চিনে গেছে অস্বচ্ছ চুম্বন।

কালো ব্রা এর স্ট্যাপে রাত্রি বড় কাঙাল
গুপ্ত প্রেমে বিড়াল তো  বোষ্টুমী 

Post a Comment

নবীনতর পূর্বতন