অভিজিৎ পালচৌধুরীর কবিতা
বিন্দু বিন্দু
১.
দূরত্ব আঁকতে আঁকতে
কতো কাছে এসে যাওয়া
যেন সুদূর কোন নীলিমায় ..
২.
শরীরের সিঁড়ি ডাকে
তূরীয় আরোহণ
অবরোহণ সিঁড়ির নিচে
ঘাপটি মেরে আছে ।
৩.
সবাই চায় সর্ট কাট্
আমার চাই জাম্প কাট্
এই সিনেমাটিক লাইফের ।
৪.
ক্যামেরার পেছনে আমি
সামনে খোলা দিগন্ত
হাত বাড়ালেই ছুঁতে পাবো
এতোই সহজ, অনন্ত !
৫.
কিছুই যে আর ছিলো না বলার
শুধুই ভেসে যাওয়ার ছিলো
চোখের ভেতর আঁকলে নদী
নিঃস্ব এমন হওয়ার ছিলো !
৬.
অরণ্য জেগে আছে আজো
জেগে আছে বনপথ, ছায়া নিভৃতি
গাছেদের গুহায় ডাক দ্যায়
বায়বীয় জীবন, পাখি আকাশ
আঙুলের ডগায় মুক্তির পালক
কোন্ বেড়ি পরাবে আমায় !
৭.
ডানায় জমেছে অনন্য সে কান্না
বাতাসে যে আজ বসন্তের বন্যা ।
৮.
বাতাসের ভেতর উড়ছে
যে বাতাস
নামটি তাহার
ব্যাকুল দীর্ঘশ্বাস !
একটি মন্তব্য পোস্ট করুন