দু'টি কবিতা 
মাসুদুল হক

১.বিমোক্ষণ 

চলো আমরা দুজন পালিয়ে যাই

তোমার সুষমাবৃত শরীরের মহাদেশে 
এতো সম্পদ, ঘাটে ঘাটে এতো মনিমুক্তো 
পর্বতের চূড়ায় রহস্যের সরোবর 
অথচ  মনের ভেতর জ্বলছে অগ্নিগিরি

আমি একটা ছোট্ট দ্বীপ 
সমুদ্রের দিকে তাকিয়ে 
অবরুদ্ধ বাতাসে ঘুরপাক খাচ্ছি;
প্রয়োজনের নদীতে সীমিত জলে স্নানক্লান্ত

চলো আমরা দুজন পালিয়ে যাই 
গিয়ে উঠি কোনো কামপাহাড়ে 

২.খুন

আজ মনটা ভাল নেই 
বুকের ভেতর হুহু শূন্যতা

যা কিছু চাওয়া ছিল তা পূর্ণ করে 
আজ মন চাইছে পুনর্জন্ম 

সময়ের কাছে দাসখত লিখে 
এতো দিন ছিলাম অবরুদ্ধ পাহাড়ে ঘুমিয়ে 

তুমি কেন জাগিয়ে দিলে; 
তোমার কামনার নদীর জলে কেন ভিজিয়ে দিলে 
আমি তো ভাল‌ই ছিলাম পাহাড় হয়ে

আজ মনটা ভাল নেই 
ইচ্ছে করছে নিজেকে খুন করি

Post a Comment

নবীনতর পূর্বতন