পাঠ প্রতিক্রিয়া
পিনাকীরঞ্জন সামন্ত

কবি প্রদীপ চক্রবর্তীর কাব্যগ্রন্থ - 
অব্যবহৃত প্রজাপতিগুলো
প্রকাশক - রঞ্জিতা সরকার
ত্রিষ্টুপ প্রকাশন

অব্যবহৃত প্রজাপতিগুলোর শরীর থেকে লাফিং বুদ্ধ যখন হাসতে হাসতে সহজ কবিতার খোঁজে - আমি তখন দিবানিদ্রায় মগ্ন । দিবাস্বপ্নে দেখি - নীলজল, রঙিন উপল, মায়াবী মাধুরী এক করনিক দ্বীপ অদ্ভুত পেঁচানো সিঁড়ি বেয়ে অন্তহীন নেমে আসছে আমার ঘরের ফুল বাগিচায় । হঠাৎ - ঘুম ভেঙে গেলে দেখি - কোনো এক ছায়া পারানি বিনোদবিহারীর ছবি থেকে বেরিয়ে আসে এক অগাধ শূন্যতা....
আজ হয়তো রোববার, বৃষ্টি মিশেল, দুপুরে রসুই গন্ধ - আদবে ছলনাময় ।  ঐ যে ডাকহরকরা - বধির আমানি, হয়তো বা কোনো এক সওদাগরের নৌকা এক দুই করে ভিড়ে যায় কোনো এক শরণার্থী শিবিরে, দেয়াসিনিদের পাশে দাঁড়িয়ে দ্যাখে বিভিজিকা ও বিনোদবিহারী এবং ভোরের ফলত কাক কাঠবিড়ালি দুটো । 
আর আমি তখন পৃথিবীর কবিয়াল সেজে আবারো ফিরে আসার গন্ধ খুঁজে নিই । দেখি এক শয়তানি বাজনার কোজাগরে বসে শুধু শব্দের ছবি আঁকে ।
আর দেখি একজন প্রদীপ কবিতার আলো জ্বেলে, শব্দের আলো জ্বেলে আমাকে কেবলই ডাকছে আর আমি - 
এই পিনাকীরঞ্জন সামন্ত সেই আলোতে মুখ রেখে পড়ে নিই একজন যথার্থ কবিয়ালের সমস্ত কবিতা - মল্লিকা বাহার এবং তৎপরবর্তী যেখানে অন্নদাশঙ্কর রায় জানাচ্ছেন... বনপথে একান্তে শুয়ে থাকা মেয়েটি/আকস্মিক কোরাসভ্রমর মেঘ থেকে প্রতিটি প্রেমই মেঘে মেঘে মিশে যাচ্ছে/ময়ূর মনোযোগী মন হয়ে .....

Post a Comment

নবীনতর পূর্বতন