ভয়সমগ্র - ২৭ 
সোমনাথ বেনিয়া

Cacophobia - Fear of ugliness

সেই তো ব‌ইয়ের প্রচ্ছদ দেখে ভিতর অনুমান করলে
তাহলে বিচার করার ক্ষমতা হাঁপানিতে ভুগছে বলি
অন্তরের দৃষ্টি প্রকাশ‍্যে আসলে কুৎসিত সুন্দর হবে
এ তোমার কোনো কৃপা নয়, প্রকৃতির অনিন্দ‍্যসুন্দর ভূমিকা
ঠোঁটে সর্বদা হাসি রাখলে মুখের চারপাশ জ‍্যোতির্বলয়
যত নিরানন্দ দূর হয়ে সমস্ত কথা রাতের অরোরা বোরিয়ালিস
নিজেকে কোথাও স্তব্ধ করলে পদক্ষেপ মৌমাছির গুঞ্জন
দেখো সুন্দর, বলো সুন্দর, সুন্দরের পৃথিবী ঈর্ষা চায় না
জাঁতাকলে পিষে যাচ্ছে হৃদয়, ফিনকি দিয়ে ছুটছে পরিত্রাণ
আজ অন‍্যের দিন বলে কাল তোমার রাত্রি ব‍্যাহত ...
চোখ বন্ধ করলে অন্ধকার, সে কী প্রিয় নয়, সত‍্য নয়
তবে ঠেলে দিয়ে নিজের পরিধির কেন্দ্রে ডুব দাও কেন
ভাবের আঘাতে নয়, অনুভবের ঘাতে নিজেকে অবিরত জানো

Post a Comment

নবীনতর পূর্বতন