সবকিছু ভুলে যেতে হবে
তপন গোস্বামী
সবকিছু ভুলে যেতে হবে
সনৎদা, সন্তোষদা, স্বপনদা আর সব দাদারা
পিঙ্গল সূর্যের পোড়াছাই যদি মাথায় পড়ে
শকুনের হিসি যদি উড়ে এসে কপালেও পড়ে
ভুলে যেতে হবে।
একদিন জিব দিয়ে চেটে গেছি তোমার প্রস্রাব
ভুলে যেতে হবে
একদিন পাড়ার মাঠে কুকুরের ল্যাজে বেঁধে দিলে
ভুলে যেতে হবে
একদিন আমাকে বেঁধে ঘরের খুঁটি খুলে দেওয়া হল
ভুলে যেতে হবে
একদিন পাঁচজন মানুষকে ভুতে গলা টিপে মেরে গেল
ভুলে যেতে হবে।
জগতে অনেক বড় বড় সমস্যা আছে ––
ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, বৃহৎপুঁজি, জাতীয়তাবাদ
তোমার আমার সমস্যা বড়ই ছোট হে,
কে কবে তোমার পেছনে গরমলোহার শিক পুরে দিয়েছিল
পঁচিশবছর কেটে গেছে কবে
তুমি এখনও মনে রেখে দিয়েছো!
ছোঃ, সেই পেটিবুর্জোয়া থেকে গেলে
প্রয়োজনে সবকিছু ভুলতে হয় হে
নেতারা বললে বাপের নাম পর্যন্ত।
...নেতারা বললে বাপের নাম পর্যন্ত!
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন